স্টাফ রিপোর্টারঃ মোঃ সাহাজুদ্দিন সরকার সুমন ঐতিহাসিক কাশিমপুর প্রেসক্লাবের কিছু শূন্য পদে আজ নির্বাচন অনুষ্ঠিত হয় ৷সদস্যদের উৎসব মুখুর পরিবেশে নির্বাচন শেষ হয় ৷কাশিমপুর প্রেসক্লাব নিয়ম নীতি মেনে চলে ৷কেবিনেট সদস্য থেকে কিছু সদস্য পদত্যাগ করেছিল ৷এবং সাধারন সম্পাদক বহিস্কার হওয়াতে কেবিনেটের চারটি পদ খালি হয়ে পড়ে ৷তাই সেই খালি পদে নির্বাচনের ঘোষনা দিয়ে আজ নির্বাচন অনুষ্ঠিত হয় ৷আজকের নির্বাচনে সহ সভাপতি পদে মোঃ মোসারফ হোসেন মুসা , সাধারণ সম্পাদক পদে মোঃ মাজহারুল ইসলাম প্রতিক ..কোষাদ্যক্ষ পদে মাওলানা মো নেছার আহমদ এবং তথ্য ও আইনবিষয়ক পদে আবদুল্লাহ আল মামুন নির্বাচিত হন ৷কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি এবং প্রধান নির্বাচন কমিশন মোঃ মনির হোসেন মন্ডল বিজয়ীদের স্বাগত জানান এবং অন্য প্রার্থীদের কে এক সাথে নিয়ে কাশিমপুর প্রেসক্লাবের উন্নয়ন করার প্রত্যাসা করেন ৷