মোঃ আরিফুল ইসলাম খান শাহীন :
কাশিমপুর থানা এলাকায় অপরাধ কমানোর জন্য কাশিমপুর থানার উদে্গ্য প্রতিটি মোড়ে মোড়ে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হচ্ছে ৷ অনেক দিনের কাশিমপুর বাসীর দাবী ছিল ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর ৷ সে দাবী পূরন করতেছ বর্তমান কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদা ৷ কাশিমপুর থানা একটা ঘন বসতি পূর্ন এলাকা ৷ এখানে প্রায়ই ছিনতাই রাহাজানি হয় ৷এবং মাদকের বেচাকেনা হয় ৷এই অপরাধ দমনের জন্য প্রতিটি মোড়ে মোড়ে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো থাকলে এই সব অপরাধ সহজেই ধরা যাবে ৷তাই এলাকা বাসী কাশিমপুর থানার এই উদেগ্য কে স্বাগত জানাচ্ছে ৷
ধন্যবাদ কাশিমপুর থানা পুলিশকে এরকম যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করার জন্য।