কাশিমপুর থানা ছাত্রলীগ এর উদ্যোগে COBID-19 এর টিকাদান কেন্দ্রে সেচ্ছা সেবকের দ্বায়িত্ব পালন করা নির্দেশ৷ স্টাফ রিপোর্টারঃ মোঃ সাহাজুদ্দিন সরকার সুমন করোনা মহামারির কারনে আজ শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব আতংকিত ৷তাই বিশ্বব্যাপী করোনা টিকাদান কর্মসুচী চলতেছে ৷ বাংলাদেশ ও পিছিয়ে নেই ৷জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭/৮/২০২১ইং থেকে গনহারে টিকাদান কর্মসুচী চালু করেছেন ৷ তাই বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক কাশিমপুর থানা ছাত্রলীগ এর সভাপতি মোঃ সায়মন সরকার প্রতি ওয়ার্ডে ছাত্রলীগ কর্মীদের কে শোক দিবস উপলক্ষে প্তত্যক কে কালো বেজ পরে প্রতি ওয়ার্ডে টিকাদান কর্মসুচীতে সেচ্ছা সেবক হিসাবে দ্বায়িত্ব পালন করার অনুরোধ করেন ৷ ছাত্রলীগ আওয়ামী লীগের ভেনগার্ট হিসাবে সব সময় কাজ করে আসছে ৷ তাই এই মহামারির মধ্যেও ছাত্রলীগ পিছিয়ে থাকবে না ৷সায়মন সরকার আরো বলেন দেশের প্রতিটি ক্লান্তি কালে ছাত্রলীগ সব সময় দেশের মানুষের পাশে থেকেছে ৷ তাই আজও আমরা পিছিয়ে থাকব না ৷ আমরা কাশিমপুর প্রতিটি টিকাদান কেন্দ্রে সেচ্ছা সেবক হিসাবে স্বাত্থবীধি মেনে কাজ করে যাব ৷ তিনি দেশবাসীর জন্য শুভ কামনা করেন এবং নিজের জন্য দোয়া চান ৷