স্টাফ রিপোর্টারঃ মোঃসাহাজুদ্দিন সরকার সুমন
শৈলডুবি গ্রামের রবিউল ইসলাম ও তার ছেলে মেহেদী হাসান রানা সহ, শান্ত ও সাগর নামের একজন এই মাদক ব্যবসার সাথে জড়িত।
এই পিতা-পুত্রের যুগলন্দী বেশ কিছুদিন ধরেই কাশিমপুর থানাধীন শৈলডুবি গ্রামে মুদি দোকানের আড়ালে বিদেশী বিভিন্ন ব্রান্ডের মদ্ ও বিয়ার সরবরাহ করিয়া আসিতেছিলেন।
গোপন তথ্যের ভিত্তিতে কাশিমপুর থানা পুলিশ তার ভাড়াটিয়া বাসায় অনাহুত অতিথির ন্যায় হানা দিয়া তাহার বক্স খাটের ড্রয়ার হইতে VAT-69, Black & White এবং J&B ব্র্যান্ডের ৯ বোতল স্কটিশ মদ উদ্ধার করে ও মেহেদী হাসান নামের একজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।