স্টাফ রিপোর্টারঃ মোঃ সাহাজুদ্দিন সরকার সুমন
কাশিমপুর থেকেঃ
গাজীপুর সিটি করর্পোরেশনের কাশিমপুরে নামা বাজার এলাকায় রাজেন্দ্র খালে গোসল করতে নেমে নিখোঁজের সাড়ে ৪ ঘন্টা পরে মামুন নামে (১৬) এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে টঙ্গী ফায়ার সার্ভিস ডুবুরি দল।
বুধবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১ টা সময় এ ঘটনা ঘটে।
পরে বিকেল ৩ টা সময় তার লাশ উদ্ধার করা হয়।
মামুন বাগেরহাট জেলার চিতলমারী থানার বড়গলী এলাকার আজগড় আলী মিস্তিরির ছেলে।
সে বাবা মার সাথে মহানগরীর কাশিমপুরে সুরাবাড়ী এলাকায় থেকে আজিজিয়া মাদ্রাসায় খানকা শরীফে পড়াশোনা করতো।
পুলিশ ও স্থানীয়রা জানান, তিন বন্ধুর সাথে ওই খালে গোসল করতে নামে মামুন । পরবর্তীতে তিন বন্ধু উঠে আসলেও সে আর উঠতে পারেনি। সাতার না জানায় পানির নিচে ডুবে যায়।
পরে তার তিন বন্ধুর দেয়া তথ্য মতে উদ্ধার অভিযান চায় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রায় দুই ঘন্টা খোঁজাখুজির পর তার মৃতদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে জিএমপি কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।