মোঃ আশরাফুল হক শিশির, কালীগঞ্জ, গাজীপুরঃ কালীগঞ্জে চারশত গ্রাম হিরোইন ও পাঁচ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ৫ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) জাকির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে রবিবার বিকেলে নাগরী ইউনিয়নের মধ্য পানজোড়া গ্রামে মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালান। এসময় মধ্য পানজোড়া গ্রামের মৃত মোকছেদ আলীর পুত্র কামাল পাঠান @ মানজু, মৃত আতাবুর সিকদারের পুত্র সজিব সিকদার, বাগদী গ্রামের আঃ মান্নানের পুত্র মাসুম মিয়া ও তুমুলিয়া গ্রামের মৃত ছফুর উদ্দিন শেখের পুত্র ইয়াজ উদ্দিন শেখকে আটক করেন। পরে তাদের দেহ তল্লাশি করে ৪০ লাখ টাকা মূল্যের ৪শ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। ওই দিন কালীগঞ্জ থানার এসআই মোঃ মশিউর রহমান খান রাত সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার চৌড়া নয়াবাড়ী এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে গৌরাঙ্গ দাসের পুত্র জীবন চন্দ্র দাসের বসত ঘরের খাটের নীচ হতে ৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার এবং জীবনকে আটক করেন। উদ্ধারকৃত চোলাই মদের মূল্য ৪ হাজার টাকা। এ সংক্রান্ত বিষয়ে এসআই (নঃ) মোঃ জাকির হোসেন ও এসআই মোঃ মশিউর রহমান খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে কালীগঞ্জ থানায় পৃথক দুইটি এজাহার দায়ের করেন, যার নং ১১ ও ১২, তারিখ ১২/৯/২১।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামীদের আজ (১৩ই সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
ক্যাপশনঃ আটককৃত মাদক ব্যবসায়ীদের ছবি।
মোঃ আশরাফুল হক শিশির
কালীগঞ্জ, গাজীপুর
১২/০৯/২০২১