মোঃ আশরাফুল হক শিশির, কালীগঞ্জ, গাজীপুরঃ কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক মোঃ ইব্রাহিম খন্দকারের পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ সুলাইমান খন্দকার আজ সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার মিলিনিয়াম হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিকেলে মুনশুরপুর বাইতুন নুর জামে মসজিদ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা মরহুম সুলাইমান খন্দকারকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন সহকারী কমিশনার (ভুমি) শাহিনা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মোস্তফা মিয়া ও কালীগঞ্জ থানা পুলিশ। বাদ আসর জানাজার নামাজ শেষে মরহুমের লাশ মসজিদ সংলগ্ন সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয় সাংসদ মেহের আফরোজ চুমকি, কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবিন হোসেন ও মুনশুরপুর বাইতুন নুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ হামিদুল হক মরহুমের শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
এসময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, পৌর কাউন্সিলর, সাংবাদিক, শিক্ষকসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধা মরহুম সুলাইমান খন্দকারের রুহের মাগফেরাত কামনা করেন।
মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা সুলাইমান খন্দকার এক স্ত্রী, চার পুত্র, দুই কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।