মোঃ আশরাফুল হক শিশির, কালীগঞ্জ, গাজীপুরঃ গাজীপুরের কালীগঞ্জে নির্জন বাড়িতে প্রেমিকাকে ডেকে এনে ছুরিকাঘাতে হত্যার পর প্রেমিক আত্মহত্যা করেছে। ঘটনাটি বুধবার (৬ অক্টোবর) উপজেলার বক্তারপুর ইউনিয়নের বড় সাতানীপাড়া গ্রামে ঘটেছে।
বক্তারপুর ইউপি’র ৭নং ওয়ার্ডের সদস্য মোঃ কাওছার ও ৭, ৮,৯ নং (সংরক্ষিত) ওয়ার্ডের সদস্য শিখা বেগম জানান, বড় সাতানীপাড়া গ্রামের মৃত সমর গমেজের পুত্র হৃদয় গমেজের (২৬) সাথে তুমলিয়া ইউনিয়নের বান্দাখোলা গ্রামের মৃত স্বপন রোজারিও’র মেয়ে ইভানা বেনেডিক্ট রোজারিও’র (২২) প্রেমের সম্পর্ক ছিল। বুধবার সকালে হৃদয়ের মা স্বর্ণ গমেজ একটি জমি রেজিষ্ট্রি করতে উপজেলা সাব রেজিষ্ট্রি কার্যালয়ে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখে হৃদয়কে ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে জানালা দিয়ে ভিতরে তাকিয়ে দেখেন ফ্লোরে হৃদয় ও ইভানার রক্তাক্ত দেহ পড়ে আছে। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘটনা সম্পর্কে অবহিত হয়ে পুলিশে খবর দেয়। রাত সাড়ে ৯টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ওয়াল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে রক্তাক্ত ইভানার মৃতদেহের উপর হৃদয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখে। ধারনা করা হচ্ছে দিনের কোন এক সময় ফাঁকা বাড়িতে প্রেমিক হৃদয় প্রেমিকা ইভানাকে ডেকে এনে চুরিকাঘাতে হত্যার পর নিজের পেটে বারবার ছুরি চালিয়ে আত্মহত্যা করে।
নিহত হৃদয় সাভারের ব্র্যাক এনজিওতে কুকের কাজ করতো এবং ইভানা তুরাগ আধুনিক নার্সিং ইনস্টিটিউটের শেষ বর্ষের ছাত্রী ছিল। কিছুদিন পুর্বে কয়েকদিনের ব্যবধানে উভয়ের বাবা মারা যায়। হৃদয় তার বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান এবং ইভানা দুই বোনের মধ্যে বড় ছিল।
নিহতদের সুরতহাল প্রস্তুতকারী এসআই আব্দুস সালাম জানান, মৃত হৃদয়ের ডান হাতে একটি ফল কাটার চাকু, পেটে দশটি ক্ষতচিহ্ন এবং নিহত ইভানার কাধে, গলায়, গালে ও কানের নিচে ছয়টি ক্ষতচিহ্ন ছিল।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান জানান, গতকাল রাতে প্রেমিকের বাড়ি হতে প্রেমিক প্রেমিকার মৃতদেহ উদ্ধার করা হয়। এ সংক্রান্ত বিষয়ে থানায় একটি সাধারণ ডাইরীভুক্ত করা হয়েছে, যার নং ৩১৪, তারিখঃ ০৭/১০/২০২১। লাশ ময়নাতদন্তের জন্য সকালে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।