হাবিবুর রহমান স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের কালিয়াকৈরে বনের জমি জবরদখল করে ব্যবসায়ীক প্রতিষ্ঠান সহ বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণে বাধা দিতে গিয়ে বার বার হামলার শিকার হচ্ছেন ভূমি অফিস ও বন বিভাগের লোকজন। সংবাদ সংগ্রহ করতে গেলে হামলার শিকার হয়েছেন সাংবাদিকরাও। ছিনিয়ে নেওয়া হয়েছে সাংবাদিকদের টাকা ও দুইটি পরিচয় পত্র দুইটি ল্যাপটপ ও ক্যামেরা । এ বিষয় বৃহস্পতিবার রাতে বন বিভাগ ও সাংবাদিক দের পক্ষ থেকে ১টি বন মামলা ্উপজেলা নির্বাহী কার্যালয় ও থানায় পৃথক তিন টি অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকাবাসী ভুমি অফিস সুএে জানা যায় কালিয়াকৈর উপজেলায় রাখালিয়া চালা গেসুরটেক এলাকায় বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।