স্টাফ রিপোর্টারঃ মোঃ সাহাজুদ্দিন সরকার সুমন
গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জ আওতাধীন বোয়ালী বন বিটের টান বড়ইবাড়ি (হাতীঘাড়া) নামক এলাকা থেকে ১৭০ পিচ গজারি গাছ উদ্ধার করেছে বন বিভাগ। ওই এলাকায় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান বেশ কিছু দিন যাবত এইখানে রাতের আঁধারে বিভিন্ন এলাকা থেকে গজারি গাছ এনে রাখে বাক্কার বেপারী , লোকমান হোসেন, এবং ওহাব মিয়া। উক্ত বিষয়ে বাক্কার বেপারী মুঠো ফোনে জানান গজারি গাছ গুলো সব বন বিভাগের লোকেরা নিয়ে গেছে এখন আর কি করা যাবে দেখি কি হয়। এ বিষয়ে কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন বলেন ,০৮/০৮/২১ইং রাত আনুমানিক ১-০ টার সময় বন সংরক্ষক, কেন্দ্রীয় অঞ্চল জনাব আর.এস.এম মুনিরুল ইসলাম মহোদয়ের সদয় সংবাদের ভিত্তিতে বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ স্যার, ও সহকারী বন সংরক্ষক, গাজীপুর মহোদয়ের দিক নির্দেশনায় ঢাকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জের অধিনস্ত বোয়ালী বন বিটের আওতাধীন টান বড়ইবাড়ী (হাতীঘাড়া)নামক এলাকায় বোয়ালী বিট ও চন্দ্রা বিটের যৌথ নেতৃত্বে একটি সফল অভিযান পরিচালনা করে বেআইনীভাবে পাচারের উদ্দেশ্যে মজুদকৃত ১৭০টি গজারি বল্লী জব্দ করে কালিয়াকৈর রেঞ্জ অফিস হেফাজতে আনা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।