মোঃরাসেল কবির
জেলা প্রতিনিধি,সাতক্ষীরা।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশলিয়া ইউনিয়নে কুশলিয়া কসমস ক্লাবের আয়োজনে আজ (১০ অক্টোবর) রবিবার বিকাল ৪ টার সময় কুশলিয়া ফুটবল ময়দানে এক ০৮ দলীয় লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উক্ত খেলাটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ,০৫ কুশলিয়া ইউনিয়ন শাখার সভাপতি কাজী কাহফিল অরা সজল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৫ কুশলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ।
উক্ত খেলায় ভাতসালা ফুটবল একাদশ বনাম গাজীরহাট প্রগতি সংঘ ফুটবল একাদশ অংশগ্রহন করেন।এবং গাজীরহাট প্রগতি সংঘ ফুটবল একাদশ ১-০ গোলে জয় লাভ করেন।
খেলাটি পরিচালনা করেন আন্তর্জাতিক ফিফা রেফারি জনাব শেখ ইকবাল আলম বাবলু এবং তার সহ-কর্মী মিজান,তাপস ও শহিদুল ইসলাম।