গাজীপুর প্রতিনিধি:
ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কাপাসিয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ (কেপিএল) টি-২০ সিজন-১ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। চর সনমানিয়ার কদমতলী বালুর চর মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় চাঁদপুর ইউনিয়ন ক্রিকেট একাদশকে ৫ উইকেটে হারিয়েছে সনমানিয়া ইউনিয়ন ক্রিকেট একাদশ।
শুক্রবার (১০ নভেম্বর) গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নাধীন চর সনমানিয়া এলাকার কদমতলী বালুর চর মাঠে ফাইনাল টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: হালিম সরকার।
ফরাজী ফ্যামিলী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো: ফজুলল হক ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনমানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন হান্নান।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ক্রিকেটার্স এলিয়েন্স অফ নর্থ আমেরিকা’র সভাপতি মেহরাজ মাসুদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনমানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: মোবারক হোসেন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহাদত হোসেন মাষ্টার, মো: মঞ্জুর হোসেন, মো: আবুল হাসেম হাসিসহ প্রমুখ। এছাড়াও কেপিএল’র পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
ফরাজী ফ্যামিলী ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় মাসব্যাপী এই টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষকতায় ছিলেন ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির ফরাজী।
ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে চাঁদপুর ইউনিয়ন ক্রিকেট একাদশ। নির্ধারিত ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে। এর জবাবে সনমানিয়া ইউনিয়ন ক্রিকেট একাদশ নির্ধারিত ওভারের আগেই ৫ উইকেটে জয় তুলে নেয়। ১৯ রান দিয়ে বলে দলের পক্ষে ৩টি উইকেট সংগ্রহ করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সনমানিয়া ইউনিয়ন ক্রিকেট একাদশের খেলোয়াড় আশরাফুল ইসলাম ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন মোহাম্মদ তারেক। এছাড়াও মাছুম রানা শামীম দলের পক্ষে ১৫ বলে ৪১ রান করেন।
এ বছরই প্রথম সিজন শুরু করে উপজেলার মধ্যে সবচেয়ে বড় টুর্নাামেন্টের আসর কাপাসিয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ (কেপিএল) টি-টোয়েন্টি। ফেসবুক, ইউটিউব ও লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সম্পূর্ণ খেলাটি দেখানো হয়। এছাড়াও ক্রিক হিরো অ্যাপের মাধ্যমে স্কোরবোর্ড করা হয়। সম্পূর্ণ খেলাটিতে বাংলায় ধারাভাষ্য করা হয়। এদিকে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চোখে পড়ার মতো বিপুল পরিমাণ দর্শক ছিল পুরাতন ব্রহ্মপুত্রের পাড় বেষ্টিত এই ক্রিকেট গ্রাউন্ডে।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ট্রফির পাশাপাশি দেয়া হয় নগদ ৫০ হাজার টাকা, রানার্স আপ দলকে ট্রফির পাশাপাশি নগদ ৩০ হাজার টাকা দেয়া হয়।