বিপ্লব মাতাব্বর স্টাফ রিপোর্টারঃ
কাপাসিয়া উপজেলায় চলমান লকডাউনের সময় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে গরুর হাট বসানোর কারণে গরুর হাটের ইজারাদার কে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৬ জুলাই মঙ্গলবার দুপুরে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা এ অভিযান পরিচালনা করেন।
এ ব্যাপারে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা জানান, স্বাস্থ্যবিধি তথা সরকারি নির্দেশ না মেনে উপজেলার রায়েদ ইউনিয়নের আমরাইদ বাজারে গরুর হাট পরিচালনা করা হচ্ছিল। খবর পেয়ে গরুর হাটের ইজারাদার মোহাম্মদ মজিবুর রহমানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যবিধি না মেনে গরুর হাট পরিচালনা করায় সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইন ২০১৮ অনুযায়ী ইজারাদার কে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।