স্টাফ রিপোর্টারঃ
দেশে দেশে চলছে করোনা মহামারীর ধ্বংসযজ্ঞ ও কঠোর স্বাস্থ্য বিধি মেনে চলার প্রতিযোগিতা। বাংলাদেশও এই করোনা মহামারী সতর্কতার বাইরে নয়। প্রতিদিন হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে শত শত। শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ জনগণের উচ্চ মাত্রায় করোনা সংক্রমণ ঝুঁকি থাকায় বাংলাদেশে প্রায় ১৭মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হয়েছে সরকার।
এই মাঝে গত ২সেপ্টেম্বর, ২০২১খ্রীঃ, বৃহস্পতিবার অফিস কর্মদিবসে টাঙ্গাইল সদর উপজেলার কতিপয় সহকারী শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষকদের নিয়ে টাঙ্গাইল সদর থেকে সিরাজগঞ্জের এনায়েতপুর ও সেখান থেকে আবার টাঙ্গাইল সদর পর্যন্ত দীর্ঘ নৌকা ভ্রমণের আয়োজন করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জনাব আবু নাসের।
উল্লেখযোগ্য যে, কতিপয় শিক্ষক এই করোনা মহামারীর মধ্যে নৌকা ভ্রমণে যেতে না চাইলে তাদেরকে ক্ষমতার অপব্যবহার দেখিয়ে বাধ্য করেন এই কর্মকর্তা।
যেখানে সরকারি বিভিন্ন অফিস-আদালতসহ সারাদেশের মানুষ সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে চলতে বাধ্য হচ্ছে, সেখানে স্বাস্থ্য বিধি অমান্য করে একজন সরকারি কর্মকর্তা সহকর্মীদের নিয়ে নৌকা ভ্রমণ আয়োজন করায় ডিপার্মেন্টে কৌতুহল ও আতঙ্ক বিরাজ করছে।
মাননীয় প্রধানমন্ত্রী বারবার দেশের মানুষকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার আহ্বান জানানোর পরেও তাঁর আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কতিপয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এহেন করোনা নির্দেশনা অমান্য করার দৃষ্টান্ত স্থাপন করায় জনমনে জন্ম নিয়েছে ক্ষোভ আর সারাদেশে বইছে নিন্দার ঝড়। ((বিঃ দ্রঃ )ছবি তার নিজ ফেসবুক আইডি থেকে নেওয়া ৷