সোহেল রানা জেলা প্রতিনিধি বাগেরহাট
বাগেরহাটঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার একটি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর পর থেকে বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে স্বাস্থ্যসেবা।
উপজেলার নলধা মৌভোগ পশ্চিম পাড়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী মিঠুন হিরা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর পর থেকে উক্ত ক্লিনিকের স্বাস্থ্যসেবা থেমে থেমে চলছিল দীর্ঘদিন।
মৌভোগ পশ্চিমপাড়া একটি জনবহুল গ্রাম, কাছাকাছি তেমন কোন চিকিৎসক ও নেই প্রাথমিক চিকিৎসার জন্য যেতে হয় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
ক্লিনিকটিতে নিয়মিত অনেক রুগী আসেন। তাদের মধ্যে
বিশেষ করে মা ও শিশু রোগীর সংখ্যা অধিক। প্রায় ২০ থেকে ২৫ দিন যাবত কোনরকম নোটিশ ছাড়া হাসপাতালটি বন্ধ পড়ে আছে,।
সপ্তাহে ৩দিন আসা স্বাস্থ্যকর্মী নিয়মানুযায়ী ৩দিন আসার কথা থাকলেও নিয়মিত আসেনি এতোদিন।এখন তো প্রায় আসেননা বললেই চলে।
এলাকাবাসী যথাযথ কতৃপক্ষকে উক্ত বিষয়টি আমলে নিয়ে অতি সত্তর একজন নিয়মিত স্বাস্থকর্মী নিয়োগদান করার জন্য অনুরোধ করেছেন।