স্টাফ রিপোর্টারঃ
কাদেরিয়া বাহিনীর ১নং কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব লোকমান হোসেন (কমান্ডার) ‘র মৃত্যুতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় সড়ক ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি শোক বার্তা জানান, অন্যান্য আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ,ইলেকট্রনিকস মিডিয়া, প্রিন্ট মিডিয়া, নিউজ পোর্টাল সহ গণমাধ্যমে মৃত্যু সংবাদ ও শোক বার্তা জানান,আমি সকলের নিকট কৃতজ্ঞতা পোষণ করছি।
গত ২৯ অক্টোবর, আমার বাবার কবর জিয়ারত করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা কমান্ড, উপজেলা কমান্ড সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আগত বীরের সন্তান প্রিয় ভাইয়েরা সুদূর ঢাকা থেকে টাংগাইল সুখীপুর গাড়ি বহর নিয়ে কবর জিয়ারত করায় আমি ও আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের নিকট কৃতজ্ঞতা পোষণ করছি।
মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করি যাদের বাবা-মা দুনিয়াতে নেই উনাদের কে যেন বেহেশত নসিব করেন,যারা বেঁচে আছেন তাদের কে যেন নেক হায়াত দান করেন। আমার বাবার জন্যও দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন, রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সগিরা। আমিন।
মোঃসোলায়মান মিয়া
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান -বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।