ইমরান হোসেন বাগেরহাট জেলা প্রতিনিধি।
আসন্ন কচুয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শিকদার হাদিউজ্জামান হাদিজ একক প্রার্থী। সোমবার দুপুরে রিটার্নীং অফিসার ও উপজেলা প্রকৌশলী মো.আনিসুর রহমান এর কাছে স্বতন্ত্র প্রার্থী মীর আওসাফুর রহমান
মারুফ মনোনয়ন পত্র প্রত্যাহার করে। এর আগে অপর প্রার্থী শেখ আবু সাইদ সুনু প্রার্থীতা প্রত্যাহার করেন।
এসময়ে উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) মো.সাইফুল ইসলাম, সহ-সভাপতি হাজরা ওবায়দুর
রেজা সেলিম, যুবলীগের আহবায়ক শেখমনিরুজ্জামান ঝুমুর, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ সাজ্জাদুল ইসলাম সুমন সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ২০ নভেম্বর কচুয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে শুধুমাত্র সংরক্ষিত মহিলা ও সাধারন সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।