এসকে এম হুমায়ুন স্টাফ রিপোর্টার
বাগেরহাটের কচুয়াতে দক্ষিনাঞ্চল ছাগল চোর সিন্ডিকেটের তিন সদস্য আটক হয়েছে। তাদের কাছ থেকে ২টি ছাগল ও চুরি কাজে ব্যবহৃত মাহিন্দ্র গাড়ী জব্দ করা হয়েছে। পরে কচুয়া থানা পুলিশে খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, সম্প্রতি বিকাল ৫টার দিকে ফতেপুর বাজারের কাছে সহিদুলের বাড়ির সামনে থেকে একটি মাহিন্দ্র গাড়ী নিয়ে দক্ষিনাঞ্চল ছাগল চোর সিন্ডিকেটের সদস্য একদল সংঘবদ্ধ চোর একটি ছাগল চুরি করে নিয়ে পালানোর সময় তাদের এলাকা বাসী আটক করে। এ সময় তাদের কাছে চুরি করা আরও ২টি ছাল পাওয়া যায়। আটককৃত সংঘবদ্ধ ছাগল চোররা হলো আ: গফ্ফার (৩০), হাফিজ (৩২) ও সম্রাট(২৮)। এদের বাড়ি খুলনা বিভিন্ন এলাকায়।এদের আটকের সময় হাসান নামের একজন পালিয়ে যায়। তারা খুলনা থেকে মাহিন্দ্র গাড়ী নিয়ে প্রায়ই এ এলাকায় ছাগল গরু চুরি করতে আসে।
কচুয়া থানার অফিসার ইন চার্জ মো: মনিরুল ইসলাম আমাদের প্রতিনিধিকে জানান, আটককৃদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।এরা দক্ষিনাঞ্চল ছাগল চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য। এরা দীর্ঘদিন যাবৎ বাগেরহাট, পিরোজপুরের বিভিন্ন এলাকা থেকে ছাগল গরু চুরি করে মাহিন্দ্র গাড়ীতে করে দুরে কোথাও কোন বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে। সম্প্রতি ফতেপুর এলাকা বাসি ছাগল চুরি করে নিয়ে যাবার সময় আটক করে পুলিশে খবর দিলে কচুয়া থানা পুলিশ তাদের ছাগল ও মাহিন্দ্র গাড়ীসহ আটক করে থানায় নিয়ে যায়।