ইমরান হোসেন বাগেরহাট জেলা প্রতিনিধি।
কচুয়া উপজেলায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির মাধ্যমে দীর্ঘদিন ধরে শিশুদের কেন্দ্র করে হতদরিদ্র পরিবারের নানা মুখি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পরিবার ও সমাজের ইতিবাচক টেকসই উন্নয়নের জন্য কাজ করছে।
এর ধারাবাহিকতায় ২০২২ অর্থ বছর কে সামনে রেখে নতুন করে উপজেলার ৭ ইউনিয়নের মধ্যে ৫ টি ইউনিয়নে ৬ পিএফএ এরিয়ার মাধ্যমে হতদরিদ্র উপকারভোগী পরিবার নির্বাচন নীতিমালা প্রনয়ণ বিষয়ে এলাকা পর্যায়ে সভা অনুষ্ঠিত হচ্ছে।সভায় গ্রাম উন্নয়ন কমিটি(ভিডিসি),স্থানীয় সরকার প্রতিনিধি,ধর্মীয় নেতৃবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি,শিশু ফোরামের প্রতিনিধিদের অংশ গ্রহণের মাধ্যমে সুবিধাভোগী নির্বাচনের বৈশিষ্ট্য সমূহ নিয়ে লিখিত আলোচনা হয়।সভার সার্বিক সহযোগিতা করেন কচুয়া এপি অফিস।
এপির প্রোগ্রাম অফিসার বিপ্লব মন্ডলের দেওয়া তথ্য অনুযায়ী,সংস্থাটির হতদরিদ্র নির্বাচন নীতিমালার মধ্যে উঠে এসেছে নির্বাচিত উপকার ভোগীদের কর্মএলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে,সংস্থার নিবন্ধিত(আরছি)শিশুর পরিবার গুলো অগ্রাধিকার পাবে,পরিবার টি অবশ্যই হতদরিদ্র এবং ১০ শতাংশের নিচে যায়গা থাকবে,স্বামী পরিত্যক্তা,বিধবা নারী প্রধান পরিবার অগ্রাধিকার পাবে,শিশু শ্রম আছে অথবা শিশুরা শিক্ষা থেকে ঝড়ে পরা বা ঝড়ে পরার ঝুঁকিতে আছে এমন পরিবার গুলো অগ্রাধিকার পাবে,পরিবারে একাধিক কর্মক্ষম ব্যাক্তি বেকার আছে,একজনের আয়ের উপর একাধিক সদস্য নির্ভরশীল,তিনবেলা সুষম খাবার খেতে পায় না,পরিবারের গড় মাসিক আয় ৫ হাজার টাকার মধ্যে,পরিবারে কমপক্ষে ১৮ বছরের নিচে ১ জন শিশু আছে এমন পরিবার গুলো চুড়ান্ত উপকার ভোগী নির্বাচনের আয়োতায় আসবে বলে জানান তিনি।তবে এলাকা ভেদে সামান্য কিছু পরিবর্তন আসতে পারে বলেও জানান।
চুড়ান্ত নির্বাচিত উপকার ভোগীদের মাঝে পর্যায় ক্রমে এপির মাধ্যমে বিভিন্ন আয়বৃদ্ধি মুলক উপকরন সহায়তা প্রদান করা হবে।