।
ইমরান হোসেন বাগেরহাট জেলা প্রতিনিধি ।।
দীর্ঘদিন পরে বাগেরহাটের কচুয়া উপজেলা যুব দলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ডাকুয়া অলিউর রসুলকে আহবায়ক ও সাবেক ছাত্রদল নেতা মোঃ মহিউদ্দিন শেখকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ন আহবায়ক শিকদার মশিউর রহমান মুক্তা, যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম খোকন ও সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়। নব নির্বাচিত এই কমিটি দ্রুত সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করবেন। অধিনস্থ সকল ইউনিটেরও পূর্ণাঙ্গ কমিটি করবেন এই নেতৃবৃন্দ।
এদিকে দীর্ঘদিন পরে যুবদলের আহবায়ক কমিটি হওয়ায় কুচয়া উপজেলা বিএনপি, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অংগ সংগঠন নব নির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানাচ্ছেন। এই কমিটি ভবিষ্যত আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখবেন বলে মনে করছেন যুবদলের নেতাকর্মীরা।
বাগেরহাট জেলা যুব দলের সভাপতি হারুণুর রশীদ বলেন, দীর্ঘদিন কমিটি না হওয়ায় জেলার বিভিন্ন ইউনিটের জন্য আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। এরাই ভবিষ্যতে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করবেন।