বাগেরহাট জেলা,প্রতিনিধি।
কচুয়া থানা পুলিশের অভিযানে নাদিম শেখ নামের একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গত ১০ অক্টোবর বাগেরহাট জেলার কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের গপ্ফার শেখের ছেলে নাদিম শেখ (২৬)কে সুপারি ও মালঠা চুরির অভিযোগে আটক করে কচুয়া থানা পুলিশ।এসময় তার সাথে থাকা তার ভাই নাহিদ শেখ ও অজ্ঞাত আরও একজন পালিয়ে যায়।
আলি শেখের অভিযোগের ভিত্তিতে আটক ব্যাক্তির নামে কচুয়া থানায় চুরির অভিযোগে মামলা হয়েছে।মামলা নং-০৩।পুলিশ আটক নাদিমকে ১১ অক্টোবর জেল হাজতে প্রেরণ করে।
এ বিষয়ে আলি শেখে আমাদের প্রতিনিধিকে বলেন,আমার ৫-৭ বিঘার একটি সুপারি বাগান,৪-৫ বিঘা জমিতে একটি মালঠা বাগান ও ৭-৮ বিঘা কলার বাগান রয়েছে।আটক কৃত নাদিমের নেতৃত্বে নাহিদ শেখ সহ চন্দ্রপাড়া ও রাড়ীপারা সহ বিভিন্ন স্থান থেকে আসা একটা সংঘ বদ্ধ চক্র বিভিন্ন সময় আমার ফসল সহ এলাকার বহু মানুষের মালামাল চুরি করে আসছে।গতকাল আমরা বিষয়টি নজরে রাখি তখন ২ মন মালঠা ও ৩৬ ছড়া আধাপাকা সুপারি নিয়ে যাওয়ায় সময় এলাকা বাসীর সহায়তায় হাতেনাতে ধরে পুলিশের কাছে হস্তান্তর করি।পুলিশের সামনেই নাদিম তাকে বিভিন্ন ধরনের হুমকি দেয় বলেও অভিযোগ করেন এছাড়াও তার নামে বিভিন্ন অভিযোগে ইতিপূর্বে ১৮-২৫ টি মামলা রয়েছে বলে জানান তিনি।