বাগেরহাট জেলা প্রতিনিধি।
কচুয়ায় থানা পুলিশের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধন আলোচনা সভা থানা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল ইসলামের সভাপতিত্বে এসভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো.আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান
শিকদার হাদিউজ্জামান হাদিজ।
এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো.সাইফুল ইসলাম,উপজেলা ভাইস
চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, বাধাল বাজার জামে মসজিদের পেশ ইমাম মাও.আবুল বাসার, কচুয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাও.সাখাওয়াত হোসেন।অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাও.সাইফুল্লাহ ও পবিত্র গীতাথেকে পাঠ করেন কচুয়া প্রেসক্লাবের সহসভাপতি সমির বরণ পাইক।
এসময়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ইমাম, পুরহিত সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।