তরিকুল ইসলাম (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াড-২০২১ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সহযোগিতায় কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা শেখ তন্ময় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারি শিক্ষা অফিসার মানিক অধিকারির সঞ্চালনে উপজেলা নির্বাহী কর্মকর্তার জীনাত মহলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফিরোজ আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা: মনি শংকর পাইক.অফিসার ইন চার্য (তদন্ত) সরদার ইকবাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন্নাহার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সেলিম তালুকদার, শিক্ষক যমুনা গোলদার, প্রধান শিক্ষক প্রধান শিক্ষক সেখ আল মাহামুদ, প্রধান শিক্ষক ইলিয়াস জোয়ার্দারসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকাওরি শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠান শেষে সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার জীনাত মহল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।