ইমরান হোসেন বাগেরহাট জেলা প্রতিনিধি ।।
দীর্ঘদিন পরে বাগেরহাটের কচুয়া উপজেলায় স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। হুমায়ুন কবির আহবায়ক ও সাবেক ছাত্রদল নেতা মোঃ শামীম হাসান রাবু সদস্য সচিব করে এক ত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ন আহবায়ক নাজমুল আরমান , যুগ্ন আহবায়ক নাজমুল হক নাদিম , এম এ ওমর ফারুক , মোঃ রিয়াজুল ইসলাম , সাইদুল ইসলাম, সোহাগ খান, রুহুল আমিন, সুশীল হাওলাদার, প্রথম সদস্য মোঃ সোহরাব হোসেন বাবু সহ প্রমুখ
শনিবার (০৬ নভেম্বর ) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বাগেরহাট জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়। নবনির্বাচিত এই কমিটি দ্রুত সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করবেন। অধিনস্থ সকল ইউনিটেরও পূর্ণাঙ্গ কমিটি করবেন এই নেতৃবৃন্দ।
এদিকে দীর্ঘদিন পরে স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কমিটি হওয়ায় কচুয়া উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অংগ সংগঠন নব নির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানাচ্ছেন। এই কমিটি ভবিষ্যত আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখবেন বলে মনে করছেন স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।
বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত ও সাধারণ সম্পাদক নুরে আলম ভূঁইয়া তানু বলেন, দীর্ঘদিন কমিটি না হওয়ায় জেলার বিভিন্ন ইউনিটের জন্য আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। এরাই ভবিষ্যতে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করবেন।