সোহাইল চৌধুরী, জেলা প্রতিনিধি কক্সবাজার।
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ি কর্তৃক পেশাদার ছিনতাইকারী শাহরিয়ার ইমন গ্রেফতার ।
অদ্য ০৪/১১/২১ তারিখ রাত অনুমান ১২:৩০ ঘটিকার সময় শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকষ টিম কক্সবাজার পৌরসভা বৈইল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী শাহরিয়ার ইমন (২৬), পিতা-মৃত সিরাজুল ইসলাম, সাং-পাহাড়তলী থানা ও জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করে।
উল্লেখ্য যে, উক্ত আসামির বিরুদ্ধে খুন, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, মামলা সহ মোট ০৬ (ছয়)টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। উক্ত আসামি দীর্ঘদিন ধরে পলাতক থেকে শহর এলাকায় বিভিন্ন ছিনতাই কাজে সক্রিয় ছিলো। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।