বাংলাদেশ সেনাকল্যাণ সংস্থার এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্টের অন্যতম ও স্বনামধন্য ডিলার নিজামী ট্রেডার্স- ২০১৯- ২০২০ অর্থ বছরে সমগ্র বাংলাদেশে উত্তরবঙ্গ থেকে ১ম স্থান অধিকার করেছে।
জানা গেছে রাজশাহী জেলার অন্যতম স্বনামধন্য ডিলার নিজামী ট্রেডার্সের স্বত্বাধিকারী ও রাজশাহী বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সহ- সভাপতি, তানোর পৌরসভা আওয়ামী লীগের উন্নয়নের রুপকার, জননেতা আলহাজ্ব আবুল বাশার সুজনের আপন বড় ভাই, আলহাজ্ব আবুল খায়ের সুমন।
আজ ২৮ জুলাই ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে নিজামী ট্রেডার্স কে প্রথমস্থান ঘোষনা করা হয়।
এসময় সারা বাংলাদেশে (২) দুই শতাধিক ডিলার ও সেনা কল্যাণসংস্থার উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রাজশাহী- বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সহ- সভাপতি (পশ্চিম) ও তানোর পৌরসভা আওয়ামী লীগের উন্নয়নের রুপকার, আলহাজ্ব আবুল বাশার সুজন তাঁর বড় ভাইয়ের সাফল্যতায় গর্বিত। তিনি তাঁর বড় ভাই আলহাজ্ব আবুল খায়ের সুমনের উত্তরোত্তর উন্নতি কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে ফরিয়াদ করেন এবং আত্মীয়- স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের নিকট দোয়া- আশীর্বাদ প্রার্থনা করেন।
এসময় তিনি তানোর বাসির উদ্দেশ্যে বলেন, মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন, বিশেষ প্রয়োজন ব্যতিত ঘরের বাহিরে জাবেন না। নিয়মিত মাস্ক ব্যবহার করবেন, ২০- ৩০ মিনিট পর, পর সাবান পানি দিয়ে হাত, পাঁ ধৈত করবেন, হাঁচি- কাশির সময় টিস্যু অথবা রুমাল ব্যবহার করবেন, ব্যবহৃত টিস্যু নির্দিষ্ট ময়লার ড্রামে ফেলবেন।
জনবহুল স্থান, যমন হাট- বাজার, চায়ের দোকানে আড্ডা দিবেন না।
বিশ্ব- স্বাস্থ্যসংস্থার স্বাস্থ্য- বিধিনিষেধ মেনে চলবেন, নিজে করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচুন এবং আপনার পরিবারের সদস্যদের বাঁচান, আপনাদের দুঃসময়ে ও যুগেযুগে পাশে ছিলাম, আছি এবং চিরকাল থাকব- ইনশাল্লাহ।।
তাং২৮-০৭-২০২১ ইং