1. admin@kholanewsbd24.com : admin :
এড. লুৎফুর রহমানের মৃত্যুতে মুহিব্বুল হক গাছবাড়ীর শোক ৷ - খোলা নিউজ বিডি ২৪
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৯:১৯ পূর্বাহ্ন
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৯:১৯ পূর্বাহ্ন

এড. লুৎফুর রহমানের মৃত্যুতে মুহিব্বুল হক গাছবাড়ীর শোক ৷

প্রশাসন
  • সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৪ বার পঠিত

মুশফাকুর রহমান সিলেট জেলা প্রতিনিধিঃ

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, গণ পরিষদের সাবেক সদস্য, স্বাধীন বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী এড. লুৎফুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেটের উলামায়ে কেরামের অভিভাবক, জামেয়া দরগাহ হজরত শাহজালাল রঃ এর মুহতামিম ও দরগাহ মসজিদের খতিব মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এক শোক বার্তায় তিনি বলেন, এড লুতফুর রহমান একজন সৎ ও প্রবীণ রাজনীতীবিদ ছিলেন। তিনি সকলের কাছে একজন ভাল মানুষ হিসাবে পরিচিত। বিশেষ করে জেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন মাদরাসা, মসজিদ, কবরস্তান সহ অসংখ্য প্রতিষ্ঠানে দান, অনুদান করে দ্বীনি খেদমত আনজামে সহযোগিত করে গেছেন। গুণী এ ব্যক্তির মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবার নয়।
তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ছিলেন। আমি তাহার বেদিহী আত্মার মাগফেরাত কামনা করছি। পাশাপাশি মহান রাব্বুল আল আমিন তাকে যেন জান্নাতের উচ্চ মোকাম দান করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা