1. admin@kholanewsbd24.com : admin :
এক অসহায় বিধবা মায়ের সাবলম্বী হতে সহায়তা করলো গ্রাম পাঠশালার সাবলম্বী প্রজেক্ট ৷ - খোলা নিউজ বিডি ২৪
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৭:১৮ পূর্বাহ্ন
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৭:১৮ পূর্বাহ্ন

এক অসহায় বিধবা মায়ের সাবলম্বী হতে সহায়তা করলো গ্রাম পাঠশালার সাবলম্বী প্রজেক্ট ৷

প্রশাসন
  • সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৭ বার পঠিত

প্রতিমা দাস,পবিপ্রবি প্রতিনিধিঃ
প্রিয় মানুষ হারানোর বেদনা, সন্তানদের আত্মকেন্দ্রিকতা কেবল একজন মায়েরই নয় যেকোনো ব্যক্তির জীবনকে দুর্বিষহ করে তোলে। ঠিক তেমনি সমাজের কিছু মানুষের সহায়তার হাত বাড়িয়ে দেয়ায় তাদের জীবনের গতি ফিরে আসতে পারে। তেমনই এক দৃষ্টান্ত পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মর্জিনা বেগম।

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালীর বাসিন্দা মর্জিনা বেগম। স্বামীর মৃত্যুর পর মানুষের বাসায় করতেন। ছেলে বিয়ের পরে স্ত্রীকে নিয়ে আলাদা সংসার শুরু করলে খোঁজ রাখেননি তার মায়ের। অতঃপর নিজের জীবন চালাতে নিরুপায় হয়ে মর্জিনা বেগম গ্রাম থেকে সংগ্রহ করা শাক-সবজি বিক্রি করে যা পেতেন তাই দিয়েই জীবন চালাতেন। অনেক সময় কিছু না পেলে অনাহারেই কেটে যেত। গত ১৩ সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দে গ্রাম পাঠশালার সাবলম্বী প্রজেক্টের উদ্যোগে একটি বিদেশী সংস্থা ল্যাম্প UK মর্জিনা বেগমকে ব্যবসায়ের মূলধন হিসেবে পাঁচ হাজার টাকা অনুদান প্রদান করে যাতে এই অর্থ দিয়ে মর্জিনা বেগম পাইকারিতে সবজি কিনে খুচরা বিক্রির মাধ্যমে নিজেকে সাবলম্বী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।

গ্রাম পাঠশালার এ উদ্যোগ কেবল প্রশংসনীয়ই নয়, মর্জিনা বেগমের মত অসহায় মানুষের নতুন করে বেঁচে থাকার উৎস।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা