এম হাসান, গাজীপুর
গাজীপুরে একতা কল্যাণ সংস্থার সদস্যদের পরিচিতি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল ১৮ সেপ্টেম্বর শনিবার সকাল দশটায়, গাজীপুর মহানগরীর কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ী প্রধান কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) পল্লী বিদ্যুৎ জোনাল অফিস, কোনাবাড়ি, মোঃকামাল হোসেন। সভাপতিত্ব করেন সভাপতি একতা কল্যাণ সংস্থা ও সাংবাদিক মোঃলাবিব উদ্দিন লাবিব। সঞ্চালনা করেন সিনিয়র সহ সভাপতি একতা কল্যাণ সংস্থা এর মোঃআমিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক, মোঃ জাহিদ খন্দকার দুলাল, সহ সভাপতি মোঃ তৌহিদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মেম্বার, কাশিমপুর ইউনিয়ন পরিষদ ও সভাপতি, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ মোঃ আবু তালেব মিয়া, সাবেক মেম্বার কোনাবাড়ি ইউনিয়ন পরিষদ এর হাজী মোঃসমেজ উদ্দিন ও হাজী মোঃআফসার উদ্দিন। আমন্ত্রীত অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ। কোনাবাড়ি থানা যুবলীগ সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃআশিকুর রহমান সহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন হাফেজ মোঃআব্দুল্লাহ আত তাসনিম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক একতা কল্যাণ সংস্থা মোঃজাহিদ খন্দকার দুলাল, সহ সাধারণ সম্পাদক মোঃগিয়াস উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃবাবুল মিয়া,মোঃরমজান আলী,হাজী মোঃআফসার উদ্দীন মুন্সি, মোঃউজ্জল, মোঃআমিরুল ইসলাম বাবুল,মোঃশাহাব উদ্দিন, মোঃআশিকুর রহমান,মোঃ স্বপন মিয়া,মোঃগিয়াস উদ্দিন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মোঃ সেলিম রহমান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মানব কল্যাণে ও ভাতৃত্বের বন্ধনকে অটুট রাখতে স্থানীয় বাসিন্দা ও বাড়িওয়ালা সকলে মিলে একত্রিত হয়ে আজকে একতা কল্যাণ সংস্থা গড়ে উঠেছে। এই সংগঠন সামাজিক উন্নয়ন মূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে এবং ভবিষ্যতে রাখবে বলে আশা ব্যাক্ত করেনে। এছাড়া তিনি একতা কল্যাণ সংস্থার সকল কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এর ভয়াবহতা উপলব্ধি করে, মানব কল্যাণে ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় বাসিন্দাদের নিয়ে ২০২০ সালে একতা কল্যাণ সংস্থার যাত্রা শুরু করি। করোনা কালীন বিভিন্ন সময়ে হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী, মাস্ক, হ্যান্ড সেনিটাইজার বিতরণ করেন। আলোচনা শেষে একতা কল্যাণ সংস্থার ৪২ সদস্য বিশিষ্ট কমিটির পরিচয় করিয়ে দেন পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।