স্টাফ রিপোর্টারঃ “📢📢 “একটি বিশেষ ঘোষণা”
#এতদ্বারা ০৪,০৫ ও ০৬ নং ওয়ার্ডের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা গত ০৭-০৮-২০২১ ইং রোজ শনিবার, ৪ নং ওয়ার্ড ব্র্যাক স্কুল, আয়নাল মার্কেট কেন্দ্রে। ৫ নং ওয়ার্ড বাগবাড়ী হাক্কানীয়া ছালেহিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে। ৬ নং ওয়ার্ড কাশিমপুর সরকারি প্রাথমিক বদ্যালয় কেন্দ্রে গুলোতে (কোভিড-১৯) এর ১ম ডোজের টিকা গ্রহন করেছে শুধু তাদেরকেই আগামী ০৭-০৯-২০২১ ইং মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ২য় ডেজের টিকা দেওয়া হবে।
#২য় ডোজের টিকা নিতে হলে অবশ্যই টিকা গ্রহণকারীকে টিকার কার্ড,নিজ নিজ মোবাইল ফোন এবং ন্যাশনাল আইডি কার্ড বা তার ফটোকপি সাথে আনতে হবে।
#টিকা প্রদান কেন্দ্রে অবশ্যই সকলকে মাস্ক পড়ে ও স্বাস্থ্যবিধি মেনে আসতে হবে।
#বিঃদ্রঃ- সরকারী নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে গত ০৯-০৮-২০২১ ইং রোজ সোমবার যারা ১ম ডোজের টিকা গ্রহন করেছে তাদেরকে আগামী ০৯-০৯-২০২১ ইং বৃহস্পতিবার এবং যারা ১০-০৮-২০২১ ইং রোজ মঙ্গলবার ১ম ডোজের টিকা গ্রহন করেছে তাদেরকে আগামী ১১-০৯-২০২১ ইং রোজ শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ২য় ডেজের টিকা দেওয়া হবে।
#ধন্যবাদান্তেঃ- মিসেস মাহমুদা আক্তার মুক্তি কাউন্সিল, ( সং- ০২) ৪,৫ ও ৬ নং ওয়ার্ড,
গাজীপুর সিটি কর্পোরেশন।