প্রকাশক, এস আর টুটুল এম এল, খোলা নিউজ বিডি-২৪
১৯৯০ সালে এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথ কাঁপানো সংগ্রামী মুজিব সেনা, পরবর্তীতে বিএনপি-জামায়াত জোট সরকারের নেতাকর্মীদের হাতে নির্যাতীত” এক সময়ের মাঠ কাঁপানো লড়াকু আওয়ামী হকার্স লীগ নেতা।
৯০ দশকে পার্বতীপুর উপজেলা হকার্স লীগের সভাপতি হাশেম আলী (৬৫) আজ দিনাজপুর-পার্বতীপুর রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফরমে শুয়ে গুঁংরীয়ে-গুঁংরীয়ে কেঁদে-কেঁদে ভিক্ষা করছেন। এখন তার খোঁজ আর কেউ রাখে না।
খোকা তুমি কি দেখছ? আজ তোমার স্বাধীন বাংলায় তোমার ভক্তের হয় রেল-স্টেশনে কিংবা ফুতপাতে ঠাঁই——-
দলে ত্যাগীদের মূল্যায়ন না হলে, ত্যাগের নির্মম পরিণতি শেষ বয়সে ভিক্ষা করতে হয়-??
অনুশোচনায়ঃ এই অসহায় মানুষটির কথা নিজের মত করে সকলে নিজ নিজ আইডির ওয়ালে ছড়িয়ে দিন। আমার দৃঢ় বিশ্বাস মানবতার জননী বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে পড়লে, ঠিকই তিনি পাশে এসে দাঁড়াবেন!!