এস আর টুটুল এম এল- তানোর (রাজশাহী) প্রতিনিধি;
রাজশাহীর তানোর উপজেলার ৩নং পাঁচান্দর (ইউপি) আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ইউপির উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ ও দৃশ্যমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করায় নাগরিক সেবার মান বেড়েছে। স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধূরীর সার্বিক সহায়তায় পাঁচান্দর ইউপি এলাকায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজ সম্পন্ন হয়েছে এবং অনেক কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ফলে নাগরিকগণ দীর্ঘ প্রতিক্ষার পর নিজস্ব ইউপি ভবন থেকে তাদের কাঙ্খিত সেবা পাচ্ছেন।
এদিকে ইউপির জনসেবায় অসাপ্ত উন্নয়ন কাজগুলো সম্পন্ন করতে ইউপিবাসীর নিকট আর একবার সুযোগ চেয়েছেন চেয়ারম্যান আব্দুল মতিন।
জানা গেছে, পাঁচান্দর ইউপিতে জনসংখ্যা প্রায় ৬০ হাজার এবং ভোটার প্রায় ২৪ হাজার এর মধ্য আদিবাসী ও সনাতন ধর্মালম্বী ভোটার সংখ্যা প্রায় ৬ হাজার।