এম.সোহাইল চৌধুরী. সিনিয়র রিপোর্টার।
:কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়ন পরিষদ (উডনী মুরা) এলাকায় প্রতিবেশী কতৃক পার্শ্ববর্তী পশ্চিম সোনাইছড়ি (বাদামতলী) এলাকারর তরুণ রিদুয়ান হোসেন (২৪) কে নির্মমভাবে হত্যার ঘটনার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত তরুণ রিদুয়ান হোসেন পশ্চিম সোনাইছড়ি (বদামতলী) গ্রামের হোসেন আহমদের ছেলে। নির্মম ভাবে হত্যার শিকার মোঃ রিদুয়ানের পরিবার ও স্বজনদের দাবী, ইউনিয়ন পরিষদ (উডনী মুরা) এলাকার মৃত সৈয়দ কাশেমের ছেলে মোঃ ইউছুফ প্রকাশ পুতিয়া (৩৫) ও মোঃ ইউনুছ প্রকাশ বদাইয়া (৩১) পূর্ব শক্রতার জের ধরে পরিকল্পিত রাতের আঁধারে রিদুয়ান কে পিটিয়ে হত্যা করেছে।
শনিবার (২১ আগস্ট) রাতে জালিয়াপালং ইউনিয়ন পরিষদ (উডনী মুরা) এলাকার মৃত ছৈয়দ কাশেমের বসতভিটায় হত্যার শিকার হওয়া তরুণ রিদুয়ানের স্বজন, প্রতিবেশী, প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশের ভাষ্যে এবং হত্যাকান্ডের ঘটনার পারিপার্শ্বিকতায় জানা যায়, অভিযুক্ত মৃত ছৈয়দ কাশেমের দুই পুত্র মোঃ ইউছুপ প্রকাশ পুতিয়া (৩৫) ও মোঃ ইউনুছ প্রকাশ বদাইয়া (৩১) তদের বসতভিটায় শনিবার রাতের কোন এক সময়ে রিদুয়ান কে পিটিয়ে নির্মম ভাবে হত্যা করে এবং সকালে সুপারী বাগানের নিরাপত্তায় (অবৈধ) সংযোগ দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে রিদুয়ান মারা গেছে বলে অপপ্রচার করে। খরব পেয়ে উখিয়া থানাধীন ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই (নিরস্ত্র) মো: অলিউর রহমান একদল পুলিশ সহ ঘটনাস্থলে এসে শত শত এলাকাবাসীর সামনে নিহত তরুণ রিদুয়ানের লাশের সুরতহাল প্রতিবেদন করা কালে তার রক্তাক্ত সারা শরীরে মাথায়, ঘাড়ে, পিটে, কোমরে ও দুই পায়ে অসংখ্য মারাত্মক জখমের চিহ্ন দেখা গেলে প্রত্যক্ষদর্শী প্রতিবেশী-স্বজনরা কাঁন্নায় ভেঁঙ্গে পড়েন। এতে উপস্থিত সবাই নিহত রিদুয়ান কে নির্মম ভাবে পিটিয়ে হত্যার বিষয়ে নিশ্চিত হয়। ইতিমধ্যে অভিযুক্ত মৃত ছৈয়দ কাশেমের দুই ছেলে মোঃ ইউছুপ প্রকাশ পুতিয়া (৩৫) ও মোঃ ইউনুছ প্রকাশ বদাইয়া (৩১) সহ তাদের পরিবারের সবাই ঘরে তালা দিয়ে পালিয়ে যায়।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই (নিরস্ত্র) মো: অলিউর রহমান জানান, খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের শরীরে অসংখ্য মারাত্মক আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্ত রিপোর্ট ও আরও ব্যাপক তদন্তে ঘটনার বিস্তারিত জানা যাবে ।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমদ সঞ্জুর মোর্শেদ জানান, প্রথম দিকে বৈদ্যুতিক তারের জড়িয়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করতে গেলে নিহতের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখে এটা হত্যাকাণ্ড মর্মে ধারণা করা হচ্ছে। কেউ এজাহার দিলে যথাযথ মামলা রুজু সহ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ রিপোর্ট লেখাকালীন (বেলা ১.৩০ ঘটিকা) নিহত রিদুয়ানের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে নিজ এলাকায় নিয়ে আসার কার্যক্রম এবং উখিয়া থানায় হত্যা মামলা রুজু প্রকৃয়াধীন আছে বলে জানা গেছে।
বিকাল সাড়ে ৪ টায় (২৩ আগষ্ট, আসরের নামাজের পর) সোনাইছড়ি গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে নিহত রিদুয়ানের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত মোঃ ইউছুপ পুতিয়া ও মোঃ ইউনুছ বদাইয়ার সাথে যোগাযোগ বিচ্ছিন্নতায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই।