এম সোহাইল চৌধুরী সিনিয়র রিপোর্টার।
কক্সবাজারের উখিয়া বালুখালীতে রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভুয়া এএসপি সহ তিন জনকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বৃহস্পতিবার(২৬ আগষ্ট) বিকাল সাড়ে ৫টার দিকে উখিয়ার বালুখালী ৮- ইষ্ট ক্যাম্প থেকে তাদের কে আটক করা হয়েছে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরান হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, ক্যাম্প-৮ ইস্ট এর চেকপোস্টে এপিবিএন পুলিশ সদস্যদের সিগনাল অমান্য করে একটি মাইক্রোবাস সামনের দিকে যায়।গাড়ির সামনে ও পেছনে “পুলিশ” স্টীকারযুক্ত গাড়িটি (ঢাকা মেট্রো-গ-২৩-৮৬৭৩) ৮-ইস্ট এর ক্যাম্প ইনচার্জ অফিসের সামনে গিয়ে দাড়ায়।
পুলিশ সদস্যরা সেখানে এসে গাড়িতে থাকা ব্যক্তিদের নাম পরিচয় জানতে চান।
এসময় গাড়িতে থাকা একজন নিজেকে বাংলাদেশ পুলিশের ৩৪ তম বিসিএস পুলিশের এএসপি পিয়াল বলে পরিচয় দেন। গাড়ীতে থাকা লোকজনের কথাবার্তায় সন্দেহজনক হলে উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন।
কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে উক্ত ব্যক্তি স্বীকার করে সে পুলিশের সদস্য নয়।
গাড়িতে থাকা বাকিদের জিজ্ঞাসাবাদে তার প্রকৃত নাম এবং পরিচয়, মোঃ আহসান ইমাম(৩৩),পিতাঃ মোঃ শাহজাহান মোল্লা, গ্রাম: বরফা পশ্চিম শুকতাইল,পোস্টঃ বরফা, উপজেলা: গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ বলে জানা যায়। উক্ত ব্যক্তি নিজেকে কখনও এডিসি,কখনও এএসপি হিসেবে পরিচয় দিয়ে থাকে।
অন্য আটকরা হচ্ছে, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মোঃ মনোয়ার
হোসেনের ছেলে মোঃ মানসুর রহমান(২৯) ও পটুয়াখালীর গলাচিপার মো: আব্দুল হক শিকদারের ছেলে মোঃ মিন্টু (৩০)। এব্যাপারে উখিয়া থানায় মামলা করা হয়েছে।