এম. সোহাইল চৌধুরী, সিনিয়র প্রতিনিধি।
০৬/০৯/২০২১ ইং তারিখ রাত অনুমান ০০.৩০ ঘটিকার সময় এস আই মোঃ মিরাজ হোসেন সঙ্গীয় এ এস আই মোহাম্মদ ইব্রাহিম ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া ঈদগাঁও থানা এলাকার পূর্ব গজালিয়া ঢালার মুখ বাজারস্থ নজির আহমদ এর দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে দুইজন মাদক ব্যবসায়ী ১।উচিং থোয়াই (২২) পিতা মৃত বিমু,মাতা লামি সাং- ক্যাংগারবিল আতিমোপাড়া, ২ নং ওয়ার্ড বাইশারী ইউপি ২। জসিম উদ্দিন (২৫) পিতা জাকের হোসেন মাতা নূর বেগম, সাং-ক্যাংগারবিল, উভয় থানা নাইক্ষ্যংছড়ি, জেলা বান্দরবানদ্বয়ের হেফাজত হইতে ৩৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদ যাহার মূল্য ৭,২০০/=(সাত হাজার দুইশত) টাকা এবং চোলাই মদ পরিবহন কাজে ব্যবহৃত একটি ইজিবাইক (মিনি টমটম) উদ্ধার করে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে ঈদগাঁও থানা মামলা নং ০৩ তারিখ ০৬/০৯/২০২১ ধারা২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর টেবিল ২৪(খ)/৩৮ রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।