স্টাফ রিপোর্টার
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন এবং ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান শাহেদ এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানের কারণে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আঃ কাদির দেওয়ানকে আশুলিয়া থানা আওয়ামী লীগের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম।
অধ্যক্ষ আঃ কাদির দেওয়ানকে পাঠানো ওই কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, গত ২৮ অক্টোবর বৃহস্পতিবার ২০২১ইং তারিখে অধ্যক্ষ আঃ কাদির দেওয়ান আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন এবং ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান সাহেদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। কাদির দেওয়ানের এমন বক্তব্য সংগঠনের শৃংখলা বিরোধী উল্লেখ করে ওই নোটিশে এহেন কর্মকান্ডের পক্ষে যুক্তি প্রমাণাদি আগামী সাত (০৭) কর্মদিবসের মধ্যে আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়কের নিকট জমা দেওয়ার জন্য জানানো হয়। অন্যথায় তার বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে সংগঠনের নিয়ম অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানানো হয়।
এব্যাপারে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আঃ কাদির দেওয়ানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোনে কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য সম্প্রতি গত ১৯ অক্টোবর ঢাকার সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়। তবে এই সম্মেলনে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ কাদির দেওয়ান উপস্থিত ছিলেন না। বরং এই কমিটি গঠনের পর গণমাধ্যমের সামনে সদ্য গঠিত কমিটি নিয়ে নানান অভিযোগ করেন। পরে গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) তিনি তাঁর সমর্থিত লোকজন নিয়ে আশুলিয়া থানাধীন নরসিংহপুর এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন। এসময় তিনি গণমাধ্যমকে আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন এবং ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান সাহেদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন। এরই ধারাবাহিকতায় আশুলিয়া থানা আওয়ামী লীগ তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে।