সোহেল রানা, জেলা প্রতিনিধি বাগেরহাট
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
২৮ শে আগস্ট শনিবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ফকিরহাট শাখার ব্যবস্থাপক, জনাব রুহুল আজাদের সভাপতিত্বে ও বারুইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোড়ল হায়দার আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস,পি,সি, কাফুর পুরা কলেজিয়েট স্কুল এর অধ্যক্ষ জনাব শুকুর আলী, বারুইপাড়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা গোলাম মোস্তফা, বিশিষ্ট ব্যাবসায়ী সরদার মনিরুজ্জামান, বারুইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসলাম ফকির ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিরোজপুর শাখার অফিসার কাজী এনামুল কবির।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মাওলানা আবু জাফর,মাওলানা জিল্লুর রহমান, মোঃ ফারুক হোসাইন, হাওলাদার শাহী আলম, সঞ্চালক হায়দার আলী প্রমুখ।
অনুষ্ঠানে বারুইপাড়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমানের পরিচালনায় দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।