এম.সোহাইল চৌধুরী সিনিয়র রিপোর্টার কক্সবাজারঃ
আসন্ন ঈদগাঁও উপজেলায় ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই গরম হয়ে উঠছে রাজনীতির মাঠ। সকাল হতে শুরু করে রাত-দিন পথে ঘাটে, পাড়া, মহল্লা, হাট, বাজারে ও চায়ের দোকানে চলে নির্বাচনের প্রচার-প্রচারণা।
এরই ধারাবাহিকতায়, আমাদের ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন কে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
কে হতে যাচ্ছে! আমাদের ইসলামাবাদ ইউনিয়নের কর্ণধার,
কে হবে ইলামাবাদের অভিভাবক! এই নিয়ে আমাদের ইসলামাবাদ বাসীর কৌতুহল। সবার মূখে মূখে ছয় জনের নাম শুনা যাচ্ছে, কে হতে যাচ্ছে ইসলামাবাদ বাসীর চেয়ারম্যান।।।।
### জনাব,আলহাজ্ব নূর ছিদ্দিক সাহেব, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, ইসলামাবাদ ইউনিয়ন,
(বর্তমান চেয়ারম্যান) তিনি তার মেধা, বুদ্ধি, শ্রম দিয়ে মানুষের উপকার করে গেছেন।।।।
### সাবেক সফল চেয়ারম্যান জনাব,আলহাজ্ব নুরুল হক সওদাগর সাহেব, ওনি মানুষের উপকার করে গেছেন বলে, আজ ছোট বড় সব শ্রেণীর মানুষের মূখে মূখে ওনার নাম।।
###কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব,লুৎফুর রহমান আজাদ,(লুতু), যার মুচকি হাসি আর সুন্দর সুন্দর কথা বলে সবার মন জয় করতে পারে। ওনি সামাজিক কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত থাকেন, মানুষের বিপদ আপদে পাশে থাকেন।।যুবক ভাইদের সব চেয়ে প্রিয় একজন মানুষ লুতু ভাই।।
### জনাব আব্দুর রাজ্জাক (রাজু) ওনি খুব বন্ধু পরায়ণ একজন মানুষ, ছোট বড় সবার সাথে মিশতে জানেন।রাজু ভাই মানুষের বিপদ আপদে পাশে থাকেন,ক্রিড়া প্রেমিক একজন মানুষ।।
### কক্সবাজার জেলা পোল্ট্রি মালিক সমিতির সভাপতি,জনাব, আবু তৈয়ব চৌধুরী, মানুষের বিপদ যেখানে আবু তৈয়ব চৌধুরী সেখানে,তিনি একজন সমাজ সেবক, বিপথগামী মানুষের পাশের বন্ধু,
### মো: বজলুর রাহমান,বি.এ( অনার্স) এম.এ [মাস্টার্স] কামিল [হাদিস] ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি সাংবাদিক ও মানবাধিকার কর্মী।। যার জন্ম হয়ছে মানুষের সেবা করার জন্য।।দিন রাত মানুষের সেবা করে যাচ্ছেন।।।
আশা রাখি ৬ জন প্রার্থী এর মধ্যে যে হবে ইসলামাবাদ এর কর্ণধার (চেয়ারম্যান) মাধ্যমে ইসলামাবাদ কে একটা আধুনিক ডিজিটাল মডেল ইউনিয়ন গড়ে তুলতে অবদান রাখবেন।।।।
আমরা চাই উৎসবমুখর একটা নির্বাচন।।।।।
বিদ্র:( সিরিয়াল টা বয়স ভিত্তিক)