স্পোর্টস ডেস্ক :
প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরে খেলার সময় হাতে চোট পেয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ও আবাহনী লিমিটেডের অধিনায়ক মুশফিকুর রহিমের। ইনজুরির কারণে ডিপিএলের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না তিনি।
বঙ্গবন্ধু ডিপিএল চলতি আসর শেষ হবে সপ্তাহখানেকের মধ্যেই। গুরুত্বপূর্ণ এই সময়েই নির্ধারিত হবে- কারা হবে এবারের আসরের চ্যাম্পিয়ন। শিরোপা ধরে রাখার মিশনে অধিনায়ক মুশফিককে আবাহনীর বড্ড প্রয়োজন ছিল।
তবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচে খেলার সময় পাওয়া চোটের কারণে আসরের বাকি অংশ থেকে ছিটকে পড়েছেন মুশফিক। চোট পাওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে এই ব্যাটসম্যানের বাম হাতের তর্জনীর ডিস্টাল ফ্যালাঞ্জেসে চিড় ধরা পড়েছে।
সামনেই জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। তিন ফরম্যাটের এই সফরে অন্তত দুটি ফরম্যাটে মুশফিকের খেলার কথা রয়েছে। এ কারণে জাতীয় দলের খেলাকে প্রাধান্য দিয়ে মুশফিককে আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জানা গেছে, জিম্বাবুয়ে সিরিজের আগে এক সপ্তাহ বিশ্রামে থাকবেন মুশফিক। এরপর শুরু হবে পুনর্বাসন প্রক্রিয়া।
এ বিষয়ে আবাহনী লিমিটেডের ফিজিও এনামুল হক দেশের এক গণমাধ্যমকে বলেন, ‘মুশফিকের বাম হাতের ইনডেক্স ফিঙ্গারে সূক্ষ্ম চিড় ধরা পড়েছে। ওকে এক সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকতে হবে। দ্বিতীয় সপ্তাহ থেকে পুনর্বাসন শুরু হবে। ফলে ডিপিএলের শিরোপা লড়াইয়ের ম্যাচগুলোতে তার খেলা হচ্ছে না।’