সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটঃ বাগেরহাট সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদে গতকাল কোভিড-১৯ ভ্যাকসিনের ২য় ডোজ প্রদান করা হয়।
গতকাল মঙ্গলবার (৭ই সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে শুরু করে বিকাল ৪ টা পর্যন্ত এই টিকা প্রদান কার্যক্রম চলে।
এব্যাপারে টিকা গ্রহীতাদের সাথে কথা বলে জানা যায়, দুরে না গিয়ে ইউনিয়ন পরিষদে এসেই টিকা নিতে পেরে খুশি তারা।
টিকাদানকারীরা বলেন,সকাল ৯টা থেকে টিকা প্রদান করছেন।তারা জানান, টিকা কেন্দ্র কাছে হওয়ায় এবয় কোন রকম ভোগান্তি না থাকায় জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে কেন্দ্রে এসে টিকা নিচ্ছেন।
বাগেরহাটে একযোগে ৭৫ টি ইউনিয়নে ও ২টি পৌরসভায় পরীক্ষামূলকভাবে গত ৭ই আগষ্ট গণ টিকা শুরু করেছিল স্বাস্থ্য বিভাগ । তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (৭ই সেপ্টেম্বর) গণ টিকার ২য় ডোজ প্রদান করা হয়।