ইউসুফ আলী খান, আশুলিয়া
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ আগস্ট) বেলা ৩ ঘটিকায় আশুলিয়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এ কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষে আশুলিয়া প্রেসক্লাব চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।
গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সাভার, আশুলিয়া ও ধামরাই আঞ্চলিক কমিটির আহ্বায়ক জননেতা মোঃ রফিকুল ইসলাম সুজন এর সভাপতিত্বে উক্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এর সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন।
তৃণমূল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীম খানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার, গার্মেন্টস শ্রমিক সংঘটিত সভাপতি রুহুল আমিন, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন এর আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক শাকিল আহমেদসহ প্রমুখ।
এসময় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেন, আপনারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করুন। পাশাপাশি নিজেদের চাওয়া-পাওয়াকে ভুলে দল মত নির্বিশেষে জাতির জনকের আদর্শে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ারও আহ্বান জানান।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে দৈহিকভাবে হত্যা করা হলেও তার মৃত্যু নেই, তিনি চিরঞ্জীব। কেননা একটি জাতির স্বপ্নদ্রষ্টা এবং স্থপতি তিনিই। যতদিন এ রাষ্ট্র থাকবে, ততদিন বঙ্গবন্ধু অমর হয়ে থাকবে।
পরে ১৯৭৫ এর ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, শ্রমিকনেতা রফিকুল ইসলাম সোহাগ, অরবিন্দ ব্যাপারী, বাহারানে সুলতান বাহার, লাভলী ইয়াসমিন, নুরুল আমিন, বাকের আলী, নাসির উদ্দীনসহ সাভার, আশুলিয়া, ধামরাই এবং গাজীপুর জেলার গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের নেত্রীবৃন্দ।