স্টাফ রিপোর্টার, আশুলিয়া থেকে
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার প্রাণকেন্দ্র বাইপাইলে সন্ত্রাস, মৌলবাদ এর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর বেলা তিনটার সময় আশুলিয়ার বাইপাইলে আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিনের নেতৃত্বে এ প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিনের নেতৃত্বে এবং সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খানের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজাহারুল ইসলাম সুরুজ, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভূইয়া, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ দেওয়ান, আশুলিয়া থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ আরিফুল ইসলাম আরিফ, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, যুগ্ম আহ্বায়ক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সাত নং ওয়ার্ড সদস্য মইনুল ইসলাম ভূঁইয়া, আশুলিয়া থানা যুবলীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন দুলাল, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল লতিফ মন্ডল, বিপ্লবী সাধারণ সম্পাদক হাজী মোঃ মতিউর রহমান মতিন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক মুন্সি, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ লুৎফর রহমান জয়, আশুলিয়া থানা হকার্স লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মুক্তারসহ আশুলিয়া থানা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীগণ।
এসময় বক্তারা বলেন, যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাচ্ছে তাদেরকে কোন অবস্থায় ছাড় দেওয়া হবে না। তাদেরকে আইনের মাধ্যমে কঠিন শাস্তির আওতায় আনা হবে।