1. admin@kholanewsbd24.com : admin :
আশুলিয়ায় পুলিশের অভিযানে দেশীয় অস্র সহ ৪ জন গ্রেফতার - খোলা নিউজ বিডি ২৪
শনিবার, ১০ জুন ২০২৩, ০৯:১৮ অপরাহ্ন
শনিবার, ১০ জুন ২০২৩, ০৯:১৮ অপরাহ্ন

আশুলিয়ায় পুলিশের অভিযানে দেশীয় অস্র সহ ৪ জন গ্রেফতার

প্রশাসন
  • সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৭৭৯ বার পঠিত

নিউজ ডেস্ক ঃ

ঢাকার আশুলিয়ায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার ও চারজনকে গ্রেফতার করে আশুলিয়া থানার পুলিশ। গত ৩রা জুলাই শনিবার রাত আনুমানিক সারে এগারোটায় সময় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার পুলিশ নরসিংহপুর বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ রাজু কামার ও রঞ্জু কামার নামে দুইজনকে আটক করেন। এসময় আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা দেলোয়ার সরকার ও মেরাজ সরকারের নাম বললে তাদেরও গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো কুড়িগ্রাম জেলার রৌমারী থানার যাদুরচর পোল্টিমারী এলাকার মৃত আমিন হোসেনের ছেলে মোঃ রাজু কামার(২৫), একই এলাকার মৃত আমির হোসেনের ছেলে মোঃ রঞ্জু কামার(২০), তারা দুজনেই আশুলিয়া থানাধীন ঘোষবাগ এলাকার রিপনের বাড়ির ভাড়াটিয়া। বাকি দুই আসামী হলেন- আশুলিয়া থানাধীন গোমাইল এলাকার মৃত গোলাম নবী সরকারের ছেলে মোঃ দেলোয়ার হোসেন সরকার (৫০) এবং একই এলাকার মোঃ শরীফ সরকারের ছেলে মোঃ মেরাজ সরকার (১৮)।

এবিষয়ে জানতে চাইলে আশুলিয়া পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দিয়ে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে । এছাড়াও মামলায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে ।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা