সাভারের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কবরস্থান রোডের একটি টিনশেড বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়েছে শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছে। দগ্ধদের কে উদ্ধার করে বুধবার সকাল সাড়ে আটটায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বুধবার (২জুন) ভোর ৫টায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, আউয়াল ইসলাম (৩৫)স্ত্রী রেনু বেগম (২৮) মেয়ে আরফিয়া(৯) মাদ্রাসার ছাত্রী ও সাবলেট ভাড়াটিয়া আফরোজা বেগম(৩৫) অপর রুমের আব্দুল হাকিম (৩৫)ও স্ত্রী আদুরী খাতুন (৩০)।
হাসপাতালে নিয়ে আসা, জামাল উদ্দিন জানান, এরা সবাই টিনশেড বাসার ভাড়াটিয়া এদের মধ্যে কেউ টেলারিং কাজ করে আবার অনেকেই গার্মেন্টসে কাজ করে। ভোরে ঘুমন্ত অবস্থায় হঠাৎ আগুনে দগ্ধ হয়ে রুম থেকে বাইরে বেরিয়ে আসে। তবে কিভাবে আগুনের সূত্রপাত সঠিক তথ্য দগ্ধরা ও বলতে পারিনি। তবে তাদের ধারণা গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আগুনের ঘটনা ঘটতে পারে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক সার্জন ডা.পার্থ শংকর পাল তিনি জানান, তাদের শরীরে সবার শরীরের আউয়ালের ১৫ শতাংশ,স্ত্রী রেনু বেগম১৫ শতাংশ,মেয়ে আরফিয়া(৯) ২২ শতাংশ, আফরোজা বেগম(৩৫)৫৫ শতাংশ,আব্দুল হাকিম ২৩ শতাংশও স্ত্রী আদুরী খাতুন১২ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।