স্টাফ রিপোর্টার, আশুলিয়া
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার প্রাণকেন্দ্র বাইপাইলে আশুলিয়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল আই এর ২৩ তম জন্মোৎসব, কেক কাটা, আলোচনা সভা ও কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।
শুক্রবার ৮ অক্টোবর বেলা ১২ টার সময় আশুলিয়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে চ্যানেল আই এর ঢাকা জেলা দর্শক ফোরামের আয়োজনে এবং চ্যানেল আই এর সাভার উপজেলা প্রতিনিধি জাকির হাসান এর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চ্যানেল আই এর সাভার উপজেলা প্রতিনিধি ও আশুলিয়া উন্নয়ন ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জাকির হাসান এর আয়োজনে আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন জয় এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম।
আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম লিটনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্বাহী কর্মকর্তা ডাঃ সায়মুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আশুলিয়া থানা কমিটির যুগ্ম আহ্বায়ক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাবুল মাষ্টার, প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম রফিক, দৈনিক সময় বায়ান্ন পত্রিকার সম্পাদক ও প্রকাশক শম্ভু চন্দ্র সরকারসহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শহিদুল্লাহ মুন্সি, আশুলিয়া প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক অপু ওহাব, দৈনিক সময় বায়ান্ন পত্রিকার মফস্বল সম্পাদক ইউসুফ আলী খান, আশুলিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মেহেদী হাসান মিঠু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুন্সি মেহেদী হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মানিক, বিশিষ্ট নাট্য অভিনেতা মশিউর রহমান, আওয়ামী হকার্স লীগের আশুলিয়া থানা কমিটির সভাপতি সাইদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আওয়ামী মহিলা লীগের নেত্রী মনিকা হাসান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর আশুলিয়া থানা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা আক্তারসহ সাভার আশুলিয়ায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃদ্ধ সহ আশুলিয়ার প্রত্যন্ত অঞ্চলের কৃষকগণ।
এসময় প্রধান অতিথি সাংবাদিকদের জাতির চতুর্থ স্তম্ভ উল্লেখ করে বলেন, আপনারা সঠিক তথ্য তুলে ধরবেন। আপনারা ভুল কোন তথ্য দিয়ে কাউকে বিপদে ফেলবেন না। একজন আসামিকে ততক্ষণ পর্যন্ত তাকে আসামি বলা যায় না যতক্ষণ পর্যন্ত নাকি প্রমাণিত হয় তিনি দোষী। আমরাও যদি কোন দোষ করে থাকি তাহলে গঠনমুলক ভাবে তা তুলে ধরবেন। আমাদের ভুল হলে আমারা তা সংশোধন করে নিবো। কিন্তু কোন মিথ্যা তথ্য দিয়ে কারো ক্ষতি করবেন না। আপনারা বিভিন্ন তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। আমরাও সবসময় আপনাদের কে সহযোগিতা করবো।স্যাটেলাইট টিভি চ্যানেল আই বাংলাদেশসহ বহিঃ বিশ্বে একটি জনপ্রিয় টিভি চ্যানেল। চ্যানেল আই নিউজ, বিনোদনসহ বাংলার কৃষকদের জন্য কৃষি বিষয়ক যে অনুষ্ঠান করে আসছে তা সত্যিই প্রশংসার দাবী রাখেন। আগামীতে যেন আরও কৃষকদের জন্য অনুষ্ঠানের আয়োজন করে আমি সেই আশা রাখি। আগামীতে চ্যানেল আই আরও সামনের দিকে এগিয়ে যাক আমি সেই কামনা করি।
পরে প্রধান অতিথি চ্যানেল আই এর ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চ্যানেল আই এর সাভার উপজেলা প্রতিনিধি জাকির হাসান পক্ষ থেকে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন।
পরিশেষে কেক কাটার মধ্য দিয়ে চ্যানেল আই এর ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর পরিসমাপ্তি ঘটে।