ইউসুফ আলী, আশুলিয়া
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার পলাশবাড়ীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায়।
রবিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার পলাশ বাড়ী বটতলা এলাকার মৃত চাঁন মিয়া মেম্বারের বাড়ীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় যে, রবিবার মৃত চান মিয়া মেম্বারের বাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই বাড়ির ৩টি ঘর পুড়ে গেছে।এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে ফারার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথেই ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনা স্থলে পৌছে আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।