1. admin@kholanewsbd24.com : admin :
আশাশুনিতে ধান ক্ষেতে বিদ্যুতের তার জড়িয়ে দুই যুবকের মৃত্যু ৷ - খোলা নিউজ বিডি ২৪
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৮:০৬ পূর্বাহ্ন
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৮:০৬ পূর্বাহ্ন

আশাশুনিতে ধান ক্ষেতে বিদ্যুতের তার জড়িয়ে দুই যুবকের মৃত্যু ৷

প্রশাসন
  • সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৩ বার পঠিত

মোঃরাসেল কবির
জেলা প্রতিনিধি,সাতক্ষীরা।

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শোভনালীতে ধান ক্ষেতে বিদ্যুতের তার জড়িয়ে দুই যুবকের মৃত্যু হয়েছ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন, আশাশুনির শোভনালী ইউনিয়নের গোদাড়া এলাকার মোস্তফা মোল্লার ছেলে রশিদ মোল্লা(২৩) ও একই এলাকার রসুল পাড়ের ছেলে ইদ্রিস পাড় (২০)।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মাঠে কাজ করতে যেয়ে স্থানীয় কয়েক জন কৃষক তাদের মরদেহ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। তারা আরো জানান, ধান ক্ষেতের মধ্য দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে তাদের মৃত্যু হয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) গোলাম কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, জনৈক কবির পাড়ের ধান ক্ষেত দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে ওই দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কবির পাড়ের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা