স্টাফ রিপোর্টারঃ
ধন-সম্পদে গরীব হলেও মনের দিক থেকে গরীবনন টাঙ্গাইল ধনবাড়ির বাজিতপুর গ্রামের চা বিক্রেতা আছর আলী।
তিনি মুক্তিযোদ্ধাদের ভালোবেসে তার দোকানের নাম দিয়েছেন “মুক্তিসেবা টি স্টল”।
৩৫ বছর যাবৎ বিনামূল্যে চা পান করিয়ে মুক্তিযোদ্ধাদের সম্মান দেখিয়ে যাচ্ছেন তিনি।
মুক্তিযোদ্ধারা চা পান করে অনেক চেষ্টা করেও তাকে চা’র বিল দিতে পারেন না।
বাংলাদেশের দুর দুরান্ত থেকে অনেক মুক্তিযোদ্ধা তাকে দেখার জন্য ছুটে আসেন।
মুক্তিযুদ্ধের সময় ১০/১১ বছরের শিশু আছর আলীর কাছে হিরো হয়ে থাকা মুক্তিযোদ্ধাদের তিনি সন্মান দেখিয়ে যাচ্ছেন তার অবস্থান থেকে তার মতোকরে।
মুক্তিযোদ্ধাদের প্রতি তার এ নজিরবিহীন ভালোবাসার কাছে হেরে যায় আমাদের অনেকের ঠুনকো দেশপ্রেম!!