1. admin@kholanewsbd24.com : admin :
আ'লীগ নেতা আবুল বাশার সুজন অসুস্থ্য. দুস্ত-দরিদ্র মানুষের সেবক! - খোলা নিউজ বিডি ২৪
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৯:০৪ পূর্বাহ্ন
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৯:০৪ পূর্বাহ্ন

আ’লীগ নেতা আবুল বাশার সুজন অসুস্থ্য. দুস্ত-দরিদ্র মানুষের সেবক!

প্রশাসন
  • সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২০০ বার পঠিত

নিউজ ডেস্ক; এস আর টুটুল এম এল!

আজ ২৬ সেপ্টেম্বর (রবিবার) রাজশাহী বারিন্দো হাসপাতালে ছুটে যান মানবতার সেবক আবুল বাশার সুজন।

জানা গেছে তানোর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা সুজন কুমারের ছেলে, সয়ন- বাবু পাঁয়ে ইনফেকশন নিয়ে গুরুতর অসুস্থ্য অবস্থায় রাজশাহী বারিন্দো হাসপাতালে চিকিৎসাধিন আছেন।
তার শারিরীক অবস্থার খোঁজ-খবর নিতে হাসপাতালে ছুটে যান, তানোর পৌরসভা আওয়ামী লীগ সভাপতি পদপ্রার্থী- বিশিষ্ট সমাজ সেবক ও স্বনামধন্য ব্যবসায়ি, তানোর পৌরবাসির হিতাকাঙ্ক্ষী আওয়ামী লীগ নেতা, তরুণ প্রজন্মের রাজনৈতিক স্বপ্নদ্রষ্টা- তৃণমূল আ’লীগের আস্থার প্রতিক, তানোর পৌর আওয়ামী লীগের ভবিষ্যৎ কান্ডারি ও
মাননীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর আস্থাভাজন-জনপ্রিয় ব্যক্তিত্ব, জননেতা আবুল বাশার (সুজন)।

মানুষের প্রতি মানুষের যেসব মানবিক আচারণ করলে দুনিয়ার মানুষ একজন নেতাকে ভালো মানুষ বলে, তার সবগুণাবলি আছে এই আবুল বাশার সুজনের ব্যবহারে, একজন অর্থ- বিত্তবান ও কোটিপতি ব্যক্তি হওয়া সত্ত্বেও, কখনও তিনি মানুষকে অসন্মান করে বা মনে কষ্ট দিয়ে কথা বলেন না। যতটুকু সম্ভব মানুষের দুঃখ্য- কষ্টের কথা জেনে সাহায্য সহযোগিতা করেন।

অসুস্থ্য সয়নের বাবা সজন কুমার বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক আবুল বাশার সুজনের উপস্থিতিতে বিধাতার নিকট পার্থনা করে বলেন, মানুষের কল্যান সাধনে বিধাতা তাঁকে দীর্ঘ-জীবী করুন- আমিন।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা