ইউসুফ আলী খান, আশুলিয়া
” আমার বঙ্গবন্ধু ” নামে শিশু কিশোরদের জন্য একটি গেমিং অ্যাপ শীঘ্রই আনতে যাচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)। আগামী ১৬ই ডিসেম্বর জাতীয় বিজয় দিবসের আগেই এই অ্যাপ অনলাইন অ্যাপস্টোর গুলোতে উন্মুক্ত হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া।
রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল এলাকায় বিএনসিসি প্রশিক্ষণ একাডেমিতে “আমিই বঙ্গবন্ধু” বঙ্গবন্ধু রূপে বঙ্গবন্ধুকে জানো শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনসিসি “আমার বঙ্গবন্ধু” নামে একটি গেমিং অ্যাপ প্রস্তুত করতে যাচ্ছেন। যে অ্যাপের প্রতিটি স্তরে বঙ্গবন্ধু সম্পর্কে যাবতীয় কিছু জানা যাবে। গেমটি বাংলার পাশাপাশি ইংরেজিতেও করা হবে। যাতে বিদেশিরাও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারেন।
এই অ্যাপের মাধ্যমে পুরো খেলা শেষ করতে পারলে বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে জানতে পারবেন। এ সংক্রান্ত ফিন্যান্সিয়াল সাপোর্ট আমরা দেবো। এছাড়া গেমটি খেলে পুরস্কার জেতার সুযোগ রয়েছে। পুরস্কার অবশ্যই মানসম্মত এবং প্রযুক্তি বিষয়ক হবে।
এসময় সচিব খাজা মিয়া আরও বলেন, সদর দপ্তর রমনা রেজিমেন্টের আওতাধীন-৩ বিএনসিসি ব্যাটালিয়ন এর তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রাজনৈতিক জীবনীর উপর বিএনসিসি ক্যাডেট কর্তৃক নির্মিত “আমিই বঙ্গবন্ধু” টানেলে যে কেউ নিজেই অভিনয় করে বঙ্গবন্ধুকে জানতে পারবে। এটি অত্যন্ত যুগোপযোগী এবং আগামী প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধু রাজনৈতিক জীবন সম্পর্কে বিস্তার লাভ করবে।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর রমনা রেজিমেন্টের এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, (বিএসপি, এনডিসি, পিএসসি), রমনা রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্ণেল রাহাত নেওয়াজ, (পিএসসি) এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ।
পরিশেষে আন্তঃ রেজিমেন্ট বক্তৃতা প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন তিনি।